বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোকানে হামলা, গ্রেফতার ৩

 বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোকানে হামলা, গ্রেফতার ৩

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউপির কনকদিয়া বাজারে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আল মুরাদ নামের এক ব্যবসায়ির দোকানে হামলা চালিয়ে ভাংচুর প্রায় নগদ ৫০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে কনকদিয়া ও মদনপুরা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে ।
সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন  এলাকায় আধিপত্য বিস্তারের জন্য  দীর্ঘদিন পর্যন্ত তার ক্যাডার গ্রুপ দিয়ে কনকদিয়া বাজারে অশান্ত বিরাজ করে আসছে।  এতে দোকানদার আল-মুরাদ,সবুজসহ  অনেকে প্রতিবাদ করায় জাহাঙ্গীরের ক্যাডার বাহিনীর সদস্য মোস্তাকিন (২৫) রাজিব (২১) এবং মোয়াজ্জেমের (২৪) নের্তৃত্বে ১০-১২ জন  দুর্বৃত্তরা আল-মুরাদের দোকানে হামলা চালায় এবং রড,দা দিয়ে ব্যবসায়ী আল মুরাদকে কুপিয়ে আহত করে।
পরে স্থাণীয়রা গুরুতর আহত অবস্থায় আল-মুরাদকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে এনে ভর্তি করে।
 স্থাণীয়রা ঘটনার সাথে জড়িত থাকায় মোস্তাকিন (২৫) রাজিব (২১) এবং মোয়াজ্জেমকে ঝাপটে ধরে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অন্যরা পালিয়ে যায়।
 এব্যাপারে ইসমাইল হোসেন বাদি হয়ে জাহাঙ্গীরসহ ১০-১২জনকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।